আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় মহাসড়কে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে ১২৩ জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ৭৫ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা ও দ্য ডন’র।
খবরে বলা হচ্ছে, পাঞ্জাবে মহাসড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে স্থানীয় জনতা তেল সংগ্রহ করতে গেলে ট্যাঙ্কারটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, কন্টেইনারের লিকেজে আগুন ধরে গেলে এটি বিস্ফোরিত হয়। এ দুর্ঘটনায় ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে গেছে।
পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।