খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে অন্যতম ৩নং পলাশবাড়ী (সদর) ইউনিয়ন। এ ইউনিয়নের সর্ব পরিচিত ইউপি সদস্য আজাহার আলী ওরফে আজাহার মেম্বর আর নেই। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বসতবাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি……. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। উপজেলা সদরের জামালপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা আজাহার মেম্বর অন্যান্য দিনের ন্যায় শনিবার রাত ৩টার দিকে সদর থেকে বাড়ীতে ফিরেন। এরপর রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ার আগে বুকে ব্যাথা অনুভব করায় তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। স্বল্প সময়ের ব্যাবধানে বুকে ব্যাথার প্রচন্ডতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকজন জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রোববার বাদ যোহর জামালপুর বড়দিঘীর পাড়ে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
সদর ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত আজাহার মেম্বরের অকাল মৃত্যুর খবর দ্রুত জানাজানি হয়ে পড়ায় পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-সহকর্মি ইউপি সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খিসহ ঘনিষ্ট পরিচিতজনরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে সমেবেত হন।
ইউপি সদস্য আজাহার আলীর অকাল মৃত্যুতে সদর ছাড়াও উপজেলার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।