
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এএসআই ফজির উদ্দিন আহম্মেদের অকাল মৃত্যুতে স্মরণ সভায় আলোচনা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা ভবনের কনফারেন্স রুমে ইফতার অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে নিহত ফজিরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, আ’লীগ নেতা এনামুল হক মকবুল, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, তৌফিকুল আমিন মন্ডল টিটু, মিজানুর রহমান চট্টু ও আলহাজ্ব আব্দুল মান্নান ছাড়াও সাংবাদিক, উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও জনপ্রতিনিধিসহ পেশাজীবি বিভিন্ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে নিহত ফজিরের বিদেহী আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজুর রহমান রহমান। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র ইফতার মাহফিল সঞ্চালন করেন এসআই হাবিব-উল-বাহার।