খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা দোকান মালিক সমিতির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদরের রুবেল মার্কেটের দ্বিতীয় তলায় ইফতার মাহফিল পূর্ব রমজানের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রাহেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুরুজ হক লিটন, দপ্তর সম্পাদক আজাদুল ইসলাম, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি এখলাছ মিয়া, ইমারত নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ড্রাইভার সমিতির সেক্রেটারী আশরাফুল ইসলাম, দোকান মালিক সিদ্দিক মিয়া, হায়দার আলী ও পবনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক প্রমুখ। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিন্হা মিডিয়া সেন্টার ও পায়ে পায়ে সুজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মামুন মন্ডল।