খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল ই-সেবা কেন্দ্রসহ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন রংপুর বিভাগের সহকারী বিভাগীয় কমিশনার মিনু শীল।
সোমবার হোসেনপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে রংপুর সহকারী বিভাগীয় কমিশনার মিনু শীলকে হোসেনপুর আগমনে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন ও ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। এসময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবা কেন্দ্রের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণকে সরকারের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করার উপযুক্ত ব্যবস্থা করে দেয়া। যা বর্তমান সরকারের অন্যতম সফলতা বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক ভাবে কাজ করলে পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের জনগণ সরকারের দেয়া সুযোগ সুবিধা বিনা বাধায় ভোগ করতে পারবে।