খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গত ১৬ দিনেও সন্ধান মেলেনি দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া এক ছাত্রের। এব্যাপারে থানায় সাধারণ ডায়রী রুজু করা হয়েছে। জানা গেছে, উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের বাবলু সরকারের ছেলে মোঃ মেহেরাজ (৯) গত ২৩ মে সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। সে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজনসহ আত্মীয়-স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তার গায়ের রং-উজ্জল ফর্সা, চোখের রং কালো আনুমানিক ৩ ফুট ৩ ইঞ্চি উচ্চতার হালকা পাতলা নিখোঁজের সময় পড়নে ছিল খাকী রংয়ের কটের প্যান্ট, গায়ে সাদা ও সবুজ চেকের কলার গেঞ্জিসহ হাটুর নিচে কাটা দাগ আছে। গত ১৬ দিনেও তার সন্ধান না পাওয়ায় তার বাবা বাবলু মিয়া গত ২৫ মে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী (নং-১০৩৩) রুজু করেছে। কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে ০১৭৬৩-২৬৩৭৪৪, ০১৭১৩-৬৪৯৯১৭ নাম্বারের যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।