খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হোসেনপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি ময়নুল হক মাষ্টারের সভাপতিত্বে রমজানের গুরুত্ব-তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর প্রধান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, সহ-সভাপতি মতলুবর রহমান নান্নু, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুস সোবহান ও গাইবান্ধা জেলা পিকআপ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিমসহ সংশ্লিষ্ট ইউপি আ’লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাবিবুর রহমান বাবলু। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।