খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক শত্রুতার জের ধরে সদরের বঙ্গবন্ধু মার্কেটে প্রতিপক্ষ প্রতিবেশি হামলা চালিয়ে একটি সেলুন ভাংচুর করেছে। এ ঘটনায় সেলুনে কর্মরত মালিক প্রহলাদ (৫৯) ও তার ছেলে সুজন (২০) আহত হয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। থানা পুলিশ ও ক্ষতিগ্রস্থদের লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের প্রয়াত প্রমোদ চন্দ্র শীলের ছেলে প্রহলাদ চন্দ্র শীল এবং প্রয়াত সম্ভু চন্দ্র শীলের ছেলে অমল চন্দ্র শীল গং’দের মধ্যে পারিবারিক জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার রাত প্রায় ৮ টার দিকে সদরের বঙ্গবন্ধু মার্কেটে সুজন হেয়ার কাটিং নামে সেলুনের মালিক প্রহলাদ ও তার ছেলে সুজন তাদের প্রতিষ্ঠানে কাজ করতেছিল। এ সময় কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষ অমল চন্দ্রের নেতৃত্বে সুনীল চন্দ্র, হরেন,কমল,স্বপন,নরেন,ভুলু ও মুংলু চন্দ্রসহ সশস্ত্র ভাড়াটিয়া সংঘবদ্ধরা ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আকস্মিক ওই প্রতিষ্ঠানে হামলা চালায়।
একই সময় সেলুনে কর্মরত বাবা ও ছেলে সন্ত্রাসী হামলায় বাধা দিতে গিয়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে উভয়ই গুরুতর আহত হন। প্রতিপক্ষ সন্ত্রাসীরা এ সময় নগদ ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া তাদের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে সেলুনের গ্লাচ,চেয়ার-টেবিল ও সার্টার ভাংচুর করায় আনুমানিক ৮০ হাজার টাকাসহ প্রায় ১ লাখ টাকার ক্ষতিসাধন করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। কিন্তু এর আগেই চিহৃিত সন্ত্রাসীরা পালিয়ে যায়। বঙ্গবন্ধু মার্কেটের ওই সেলুনের দোকান ঘর মালিক উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুঁটে আসেন।
এদিকে জমি-জমা নিয়ে পূর্ব শত্র“তার জের ধরে ঈদের আগে ওই সেলুনে নগ্ন হামলায় উপজেলা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি নারায়ন চন্দ্র শীল, সাধারণ সম্পাদক রমেন চন্দ্র শীল ও সেলুন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র শীল যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা-ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নর-সুন্দর মালিক-শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে দ্রুত এ ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গহন বিলম্বিত হলে সাংগঠনিক ভাবে পরবর্তি কর্মসূচি গ্রহন করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেতৃবৃন্দ ঘটনাটি সরেজমিন তদন্ত সাপেক্ষ জড়িতদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহনে থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।