
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এনামুল হক মকবুল, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ, উপজেলা আওয়ামীলীগ নেতা এসএম ফজলে রাব্বি প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, থানার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দসহ উপজেলা এবং সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।