খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনারুল হককে (৩৭) গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থানা অফিসার ইনর্চাজ মাহমুদুল আলমের নির্দেশে এসআই নাজমুল হক লিটন ও এসআই তয়ন কুমার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রাম থেকে আনারুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনারুল ওই গ্রামের মোঃ ফজেল হকের ছেলে। সে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি চুরির মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দীর্ঘদিন থেকে আনারুল পলাতক ছিলেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।