খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শহিদ হাসান লোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন পউপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু। এসময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন থানা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ মোস্তাফিজুর রহমান রাজা।