খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে কালো আইন বাতিল ও সড়ক পরিবহন শ্রমিকলীগ নামধারী দলের ইনসুর আলী গংদের কার্যকলাপের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, কালো আইন বাতিলের প্রতিবাদের বক্তব্য রাখেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল বিচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সড়ক সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোটবাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে কালো আইন বাতিল এবং ইনসুর আলী গংদের কার্যকলাপ বন্ধের প্রতিবাদ জানান অন্যথায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ১৮ জুন বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেন।