খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবিউল ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চটকু, মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল ও বিশিষ্ট সমাজসেবক মাহামুদুজ্জামান সরকার বাদশা প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।