খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ এলাকার ভ্রাম্যমান কোয়েল পাখি বিক্রেতা মাহফুজ। শনিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার সদরের কালীবাজার থেকে তোলা হয় তার খাঁচাসহ কোয়ের পাখির ভ্রাম্যমান ছবি। সে কোয়েল পাখির খাঁচা কাঁধে নিয়ে ঘুরতে-ঘুরতে এসেছে পলাশবাড়ী বন্দরে। মাহফুজ জানান, সে কোয়েল পাখির ভ্রাম্যমান বিক্রেতা হিসেবে দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত। সকাল থেকে দিনভর পলাশবাড়ী ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কোয়েল পাখি বিক্রি করে আসছেন। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার কেয়েল পাখি উৎপাদনকারী বিভিন্ন ফার্ম মালিকদের নিকট পাইকারি দরে কিনে এনে সে খুচরা দরে বিক্রি করে থাকেন। এ ভাবেই চলছে তার জীবন-জীবিকা।