খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা সদরের নুরপুরে অবস্থিত প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)-এর উদ্যোগে সদরের নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ায় বসবাসরত বাদশা আলম ও শিক্ষক জিয়াউল কবির জুম্মন যৌথভাবে তাদের ব্যক্তিগত তহবিল হতে রোববার সকালে তালিকাভূক্ত প্রতিবন্ধীদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
প্রতিবন্ধী সংস্থা (প্রসেস)-এর কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন, পলাশবাড়ী এসএমবি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম প্রধান, অত্র সংস্থার সহ-সভাপতি সদরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল ও শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ছাদিকুল ইসলাম বিএসসি প্রমুখ। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সংস্থার অন্যান্য সদস্য ছাড়াও প্রতিবন্ধী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।