খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা পিকআপ মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদকের মা ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত আঞ্জুয়ারা বেগম (৬১) রোববার ইফতার পূর্ব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম মিয়ার মাতা উপজেলা সদরের জামালপুর গ্রামের (গাইবান্ধা বাসষ্ট্যান্ড) মরহুম আবুল হোসেন মিয়া আবু’র স্ত্রী আঞ্জুয়ারা বেগম ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ্য অবস্থায় গত কয়েকদিন আগে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিঘিরহাট নামক স্থানে তার মেয়ের বাড়ীতে বেড়াতে যান। সময়ের ব্যবধানে শারীরিক অবস্থার অবনতি ঘটে সেখানে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল ১০টায় স্থানীয় মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে সদরের সরকারি কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে অত্র সংগঠনের সহ-সভাপতি নওয়াব আলী নবাব, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন ও সাংবাদিক আরিফ উদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।