খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় নিখোঁজ দুই সন্তানের জনক মোস্তা মিয়ার (৩৭) মুখমন্ডল পোড়া অবস্থায় দু’দিন পর করতোয়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া করতোয়া নদীর অলির ঘাট নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মোস্তা মিয়া কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া গ্রামের মৃত আব্দুস ছামাদ মিয়ার ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মোস্তা মিয়া তার বাড়ী থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরাহাটে ফুপু আয়াতন বেগমের বাড়িতে বেড়াতে যান।
এরপর থেকে তিনি আর বাড়ীতে ফেরেননি। পরে নিখোঁজ মোস্তা মিয়াকে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে রোববার দুপুরে স্থানীয় লোকজন উপজেলার করতোয়া নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম মোস্তার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ নদী থেকে মোস্তার ভাসমান লাশ উদ্ধান করে থানায় নিয়ে আসে।
এদিকে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু জানান, অজ্ঞাত দূবৃত্তরা মোস্তা মিয়াকে হত্যার পর কোন দাহ্য পদার্থ দিয়ে মুখমন্ডল পুড়িয়ে লাশ নদীতে ফেলেছে দেয় বলে ধারণা করা হচ্ছে। লাশ থানা পুলিশ হেফাজতে রয়েছে সোমবার ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে হত্যাকান্ডের ঘটনা উদঘাটনে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে।