খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে রামাদান ফুড এসিসষ্টেন্স প্রোগ্রাম ফর পুয়ার ফ্যামিলি ইন বাংলাদেশের উদ্যোগে এবং নমিজান আফতাবি ফাউন্ডেশন (এনএএফ) ও নিবিড় ক্যান্সার হেল্থ এন্ড এডুকেশন সোসাইটির আয়োজনে এলাকার সুবিধাভোগী গরীব অসহায় দুস্থ্য ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া নিবিড় ক্যান্সার হেল্থ এন্ড এডুকেশন সোসাইটির কার্যালয়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন।
এতে প্রধান অতিথি ছিলেন মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন নমিজান আফতাবি ফাউন্ডেশন (এনএএফ)-এর চেয়ারম্যমান মোহাম্মদ আলী সোহেল ও এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন (থাইল্যান্ড) রিজিওন্যাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইশাক এম সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য আবুল কালাম আজাদ, নিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নিবিড় সোসাইটির নির্বাহী কমিটির সদস্য খায়রুন্নাহার কলি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নিবিড় সোসাইটির স্টুডেন্ট কমিটির সভাপতি নিশাত তাসনীম। এ বিতরণ অনুষ্ঠানে প্রত্যেককে চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, সয়াবিন ১ লি., চিনি ১ কেজি, লবন ১ কেজি, লা””া ১ প্যাকেট করে ৮০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।