খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা কৃষক লীগ ও তাঁতী লীগের যৌথ আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সদরের পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইফতার পূর্ব রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, গাইবান্ধা-জয়পুরহাট নির্বাচনী এলাকা ৩০৪, মহিলা আসন-৪ এর সংসদ সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড্ভোকেট উম্মে কুলসুম স্মৃতি। আমন্ত্রিত অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি আমিনুল ইসলাম পাপুল ও কৃষক লীগ নেতা লেবু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগ সভাপতি আকতারুজমান টিটু, সহ-সভাপতি এনামুল হক জাফর, তারা মিয়া, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর আকন্দ ও প্রচার সম্পাদক হোসেন আলী প্রধান প্রমুখ। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাঁতী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম।