
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরু মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে থানার এসআই তয়ন কুমারের নেতৃত্বে এসআই শফিউজ্জামান, আলাউদ্দিন, এএসআই এনামুল ও জিয়াউল সঙ্গীয় ফোর্সসহ নিজ গ্রামের পার্শ্ববর্তী বাড়ী থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরু উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত কাজেম মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়াও হিরু নিয়মিত মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক ৬ মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী। থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কোর্টহাজতে প্রেরণ করা হবে।