খবরবাড়ি ডেস্কঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড গাইবান্ধার পলাশবাড়ী শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ রমজান ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা শাখা ব্যবস্থাপক মোঃ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনের প্রধান ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনাল অফিসের ভাইস-প্রেসিডেন্ট মোঃ মগরের আলী, পলাশবাড়ী শাখার কর্মকর্তা এসএম গোলাম আজম, মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা ও পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আজম, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাব উদ্দিন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আব্দুর রহমানসহ ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহ্ফিলে কুরআন নাজিলের মাস হিসেবে রমজানের সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোকপাত করেন, কেন্দ্রীয় থানা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ব্যাংকের দ্বিতীয় অফিসার মোঃ ফখরুল ইসলাম।