খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল উপলক্ষে শুক্রবার সাব-রেজিষ্ট্রি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ইউনুস আলী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি মতলুবর রহমান নান্নু, আলী রেজা মোস্তফা গোলাপ, এনামুল হক মকবুল, সাধারণ সম্পাদক উপাধক্ষ্য শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, আজাদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার খান প্রধান বিপ্লব, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও ফিরোজ কবির সমুন ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমূহের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও ইফতার মাহফিলটি সঞ্চালন করেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোস্তফিজার রহমান রাজা।