
প্রতিনিয়ত ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
১১ জুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে উপলক্ষে রবিবার গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
যারা নিজেদের জন্য ক্ষমতায় বসতে চায়, তাদের ওপর জনগনের আস্থা নাই উল্লেখ করে তিনি বলেন, জনগণই আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং উন্নয়ণের ধারাবাহিকতা অব্যহত রাখতে আবারো জনগন নৌকায় ভোট দেবে।
উল্লেখ্য, বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি।