
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামের বিএনপি’র সভাপতি নিহত নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ছাগলে আম গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে ভাতিজা সোহেল রানার ছুরিকাঘাতে খুন হন নজরুল ইসলাম। লাশের ময়না তদন্ত শেষে বুধবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর নামাযে জানাযা উপস্থিত ছিলেন- থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- মাহমুদুল ইসলাম প্রামাণিক, ছাপড়হাটী বিএনপি’র সভাপতি এসআই জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক- তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক-মুকুল মিয়া, যুবদল নেতা আব্দুল রহমান, গোলাম আজম, জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা-আমিনুল ইসলাম, ইমন প্রমূখ। নিহতের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানাযা পূর্ব এক আলোচনা সভায় বিএনপি’র নেতারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানিয়েছেন।