
জেলায় এক সড়ক দুর্ঘটনায় আজ ব্রাহ্মনবাড়ীয়া হাইওয়ে থানার ওসিসহ ২ জন নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের জেলার শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসির নাম হুমায়ন কবির।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানায়, সেভেন রিংস কোম্পানির একটি মিক্সার ট্রাক ও ওসিকে বহনকারী প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওসিসহ গাড়ির চালক নিহত হন। তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, এর আগেও একইস্থানে দুই ওসিসহ ১০ পুলিশ নিহত হয়।সূত্র- বাসস