গাইবান্ধা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী গাইবান্ধার সাদুল্যাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে ইত্তেফাকের জেলা প্রতিনিধির উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদুল্যাপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি -জেপির গাইবান্ধা জেলা কমিটির সভাপতি এ্যাড. ফজলে করিম পল্লব, ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ খোরশেদ আলম ও ভোরের কাগজের প্রতিনিধি প্রভাষক মাহমুদুল হক মিলন প্রমূখ।
পরে দোয়া পরিচালনা করেন কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ঈমাম মও. মুফতি মোঃ জাহেদুল ইসলাম। শেষে এতিমখানার এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।