
জেলায় র্যাব ও বিজিবি পৃথক ২টি অভিযান চালিয়ে ৩০৪ পিস ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে। আটক ২ জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল সাত্তার জানান, মঙ্গলবার বেলা ১১টায় ১ জন সন্দেহভাজন যুবককে হিলি রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। আটক যুবকের শরীর তল্লাশী করে ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক যুবকের নাম জয়নুল হক (২৫)। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাট্টাউষœা গ্রামের ময়নুল হকের পুত্র। তাকে আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর থানায় তাকে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেয়া হয় । বেলা ৩টায় আটক জয়নুলকে দিনাজপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর র্যাব ক্যাম্প ১৩ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আজ মঙ্গলবার সকাল ৮টায় দিনাজপুর শহরের মির্জাপুর বাসস্ট্যান্ডে লোকাল বাস কাউন্টারের সম্মুখ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় ১ জনকে আটক করা হয়। তার নাম উদয় চক্রবর্তী (৪৫)। সে দিনাজপুর শহরের সুইহারী এলাকার পরিমল চক্রবর্তীর পুত্র। উদয়ের শরীর তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন আটক করা হয়। র্যাবের সদস্যদের জিজ্ঞাসাবাদে উদয় স্বীকার করেছে সে বাস টার্মিনাল এলাকায় নিয়মিত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে। সে তার সহযোগীদের নাম, ঠিকানা র্যাবের জিজ্ঞাসাবাদে প্রকাশ করেছে।
বিকেলে উদয়কে কোতয়ালী থানায় সোপর্দ করলে পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।সূত্র- বাসস