বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, কেবল ঢাকা-চট্টগ্রাম নয়, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগ প্রসারে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বিডা।এর মাধ্যমে তৃনমূল পর্যায়ে বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানো হচ্ছে।
তিনি বলেন, বিনিয়োগসহ ব্যবসায়িক কার্যক্রম প্রসারে সকল স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সবাইকে সম্পৃক্ত করে বিভাগীয় পর্যায়ে বিনিয়োগ ফোরাম অতি দ্রুত গঠন করা হবে।
রোববার রাজশাহী নগরীর নানকিং দরবার হলে ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী বিভাগীয় অফিস এই সেমিনারের আয়োজন করে।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমানের সভাপতিত্বে সেমিনারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম, রাজশাহী অঞ্চলের কর কমিশনার দবির উদ্দিন, কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াদুদ।
আমিনুল ইসলাম বলেন, দেশব্যাপী বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিডাকে আঞ্চলিক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে রুপান্তর করতে চাই। এর মাধ্যমে দেশী-বিদেশী বিনিয়োগের অমিত সম্ভাবনা আলোর মুখ দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, রেশম শিল্প ও শিক্ষা শহর খ্যাত রাজশাহীকে আমরা শিল্প ও গবেষণা শহরে উন্নীত করতে চাই। বিনিয়োগের ক্ষেত্রে রাজশাহীর বিপুল সম্ভাবনা রয়েছে।তবে এখানে যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যাও রয়ে গেছে।এসব সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন করে রাজশাহীকে বিনিয়োগ বান্ধব শহরে রুপান্তর করতে প্রয়োজনীয় সহয়াতা প্রদান করা হবে বলে তিনি জানান।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরো বলেন, বিনিয়োগ ফোরামের মাধ্যমে বিনিয়োগ কর্মপরিকল্পনা চূড়ান্তকরণের লক্ষ্যে আগামী দু’এক মাসের মধ্যে রাজশাহী শহরে একটি সভা আহবান করা হবে।এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়নের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন ।
সেমিনারে প্যানেল আলোচক ছিলেন রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী,দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।সূত্র- বাসস