এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গাইবান্ধার সুন্দরগঞ্জ শাখার আয়োজনে বৃহস্পতিবার ব্যাংক ভবনে তাকওয়া অর্জনে মাহে রমজানে ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া। তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যাংক ব্যবস্থাপক এ.এইচ.এম. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান। দোয়া মাহফিল পরিচালনা করেন বাহির গোলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্যাংকের ম্যানেজার অপারেশন্স আ.জ.ম শফিউল্লাহ।