1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ী পৌরশহরের আমবাড়ীতে পৌর যুবদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে উপজেলার নাগরিক সংগঠনের ত্রৈমাসিক সভা হাসিনার ফাঁসির রা‌য়ে তারাগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের পাঁচ বছরের কারাদণ্ড তারাগঞ্জে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে “ভুয়া দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ২২ বার পড়া হয়েছে

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকতে হলে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩’শতাধিক রান করে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারের লজ্জা পায় টাইগাররা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অসিদের বিপক্ষে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচের ভেন্যু কেনিংটন ওভালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
দুর্দান্ত শুরুর লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। সেই পথ তৈরিও করে ফেলেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামাটা অপছন্দ হয়নি তামিমের। তাই ইংলিশদের বিপক্ষে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন তিনি। তার মত ব্যাট হাতে রানের পসরা সাজিয়েছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমও। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের ভাল সুযোগ পায় বাংলাদেশ।
কিন্তু তামিম ১৪২ বলে ১২৮ ও মুশফিকুর ৭২ বলে ৭৯ রানে ফিরে যাবার পর শেষ দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশকে রানের পাহাড়ে বসাতে পারেননি। ৪৪ দশমিক ৪ ওভারে দলকে ২৬১ রানে রেখে ফিরেন তামিম-মুশফিকুর। তৃতীয় উইকেটে এ জুটির রান ছিল ১৫১ বলে ১৬৬। কিন্তু তাদের বিদায়ের পর শেষ ৩৪ বলে ৪৪ রান যোগ করে ৬ উইকেটে ৩০৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে জো রুটের অপরাজিত ১৩৩, অ্যালেক্স হেলসের ৯৫ ও অধিনায়ক ইয়োইন মরগানের অপরাজিত ৭৫ রানের সুবাদে ১৬ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড।
৩০৫ রান করে ম্যাচ হারের কারণ হিসেবে আরও কিছু রান কম থাকাকেই চিহ্নিত বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘আমার মনে হয় ৩০৫ রানের পরও আমাদের আরও কিছু রান কম ছিলো। আমাদের হাতে যখন বেশক’টি উইকেট ছিলো তখন আমাদের আরও ভালো করার প্রয়োজন ছিলো।’ ইংলিশদের কাছে হেরে যাওয়ায় র‌্যাংকিং-এ ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে নেমে যেতে হয় বাংলাদেশকে। অবশ্য গত রাতে দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলংকা হেরে যাওয়ায় আবারো ষষ্ঠ স্থানেই বাংলাদেশ।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। হেরে গেলেই টুর্নামেন্ট থেকে টাইগারদের বিদায় অনেকাংশেই নিশ্চিত হয়ে যাবে।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের প্রথম ম্যাচ থেকে ১টি পয়েন্ট পেয়েছে তারা। বৃষ্টির কারনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। তবে হারের মুখ থেকে রক্ষা পায় অসিরা। বৃষ্টি বিঘিœত ৪৬ ওভারের ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনের ১০০ রানের সুবাদে ৬ বল হাতে রেখে ২৯১ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এরপর বৃষ্টি কারণে ৩৩ ওভারে ২৩৫ রানের নতুন টার্গেট পায় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে ৯ ওভার ব্যাট করে ৫৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে অসিরা। পরবর্তীতে বৃষ্টির কারণে আর খেলা না হলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
এ জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে অনেক গুরুত্ব নিয়েই দেখছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার, ‘আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই মাঠে নামবো আমার।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড মোটেও ভালো নয়। ১৯ বারের মুখোমুখিতে এখন পর্যন্ত ১টি জয় পেয়েছে টাইগাররা। তবে এই একটি জয় থেকেই আত্মবিশ্বাসের ফুয়েল বাড়িয়ে নেয়ার রসদ কিন্তু আছে। কারণ একমাত্র জয়ের স্বাদটি এই ইংল্যান্ডের মাটিতে পেয়েছিল বাংলাদেশ।
২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর মোহাম্মদ আশরাফুলের দৃষ্টিনন্দন ১০০ রানের উপর ভর করে অসিদের বিপক্ষে অবিস্মরনীয় জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
তাই চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ সময়ে ইংল্যান্ডের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে দেখা হয়েছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। অবশ্য বৃষ্টির কারণে ব্যাট-বলের লড়াই মাঠে করতেই পারেনি দু’দল। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেবারও উপকার হয়েছিলো বাংলাদেশেরই।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।
অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, মইসেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড ও অ্যাডাম জাম্পা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft