
লাইসেন্সবিহীন আইএসপি প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ সংযোগ প্রদান করা এবং আইপি লগ সংরক্ষণ না করায় ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের আইএসপি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, আইপি লগ সংরক্ষণ না করায় এর কয়েকজন গ্রাহকদের জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত থাকায় তাদের শনাক্ত করা দুরুহ হয়ে পড়েছে। ফলে প্রতিষ্ঠানটির আইএসপি বন্ধ করে দেওয়া হয়েছে।
১২ জুন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিটিআরসি।
এ ছাড়াও লাইসেন্সের শর্ত ও কমিশনের নির্দেশনা লংঘন করায় কেন প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন পুলিশের ক্রাইম ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ধরনের নির্দেশনা সম্বলিত একটি পত্র প্রেরণ করে বিটিআরসি। পত্রে ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’ ও এর সঙ্গে সংযুক্ত সকল আইএসপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বলা হয়।
বিটিআরসি জানিয়েছে, ঢাকা ফাইবার নেট লিমিটেড আরেক প্রতিষ্ঠান ‘কনফিডেন্ট নেটকে’ ব্যান্ডউইথ সংযোগ দেয়, যার কোনো লাইসেন্স নেই। ওই ব্যান্ডউইথ ব্যবহার করে ১৫০জন গ্রাহককে ইন্টারনেট সংযোগ প্রদান করে কনফিডেন্ট নেট। এই গ্রাহকদের মধ্যে কেউ কেউ জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ রয়েছে পুলিশের কাছে। কিন্তু লাইসেন্সবিহীন হওয়ায় ও আইপি লগ সংরক্ষণ না করায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
এরই প্রেক্ষিতে ঢাকা ফাইবার নেট লিমিটেডের আইএসপি বন্ধ করে দেয় বিটিআরসি।
লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ সংযোগ না দিতে এবং আইপি লগ সংরক্ষণে অন্য সকল আইএসপি প্রতিষ্ঠানকে নির্দেশনাও দিয়েছে বিটিআরসি।