
আজকাল ছোটরা যে কোনো কিছু অ্যানিমেশন রূপে দেখতে ভীষণ পছন্দ করে। আর সেই দৌঁড়ে পিছিয়ে থাকতে রাজি নয় ‘বাহুবলী’ও। তাইতো ছোটদের জন্য, ছোটপর্দায় ‘বাহুবলী’ অ্যানিমেশন রূপ নিয়ে হাজির হচ্ছে। সে ঘোষণাই এসেছে কর্তৃপক্ষের কাছ থেকে। আর এ বছর শেষ দিক থেকেই তা ছোট পর্দায় দেখানো হবে। ‘বাহুবলী’র প্রথম ও দ্বিতীয় সিরিজ মিলিয়ে একত্রে ‘বাহুবলী দ্য লস্ট লিজেন্ডস’ নামে প্রচারিত হবে এটি।
‘বাহুবলী’ ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক হিট করেছে। তাই ‘বাহুবলী’র অ্যানিমেশন রূপ আসছে শুনে ভক্তরাও বেশ আগ্রহী হয়ে উঠেছে। ‘বাহুবলী’র প্রভাস, রানা দাগুবাটি, আনুশকা শর্মা এদের সবার অ্যানিমেশন রূপ দর্শকদের আবারও মুগ্ধ করবে বলেই প্রত্যাশা সবার। ছবিটি পরিচালনা করেছে এস এস রাজমৌলি।- টাইমস অব ইন্ডিয়া।