খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ (কাল্ব)-এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৭ সোমবার সদরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হলরুমে কড়া পুলিশ প্রহরার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪’শ ২২ জন ভোটারের মধ্যে ৩’শ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কমিটির অপর সদস্যদ্বয় ফারুক আহম্মেদ ও শাহ্ মুঃ মাহবুবুল আলম সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। সংগঠনের ৬টি পৃথক পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে আনারস প্রতীকে ১’শ ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতাউর রহমান মন্ডল মন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ার প্রতীক নিয়ে ছাদিকুল ইসলাম পেয়েছেন ১’শ ১৩ ভোট। ভাইস-চেয়ারম্যান পলাশ কবির মোরগ প্রতীকে ২’শ ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনামুল হক গরুর গাড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ১’শ ৫৫ ভোট। সেক্রেটারী পদে গোলাপফুল প্রতীকে নিখিল চন্দ্র সরকার ১’শ ৯৪ ভোট পেয়ে হয়েছেন নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বি আজাদুল ইসলাম আজাদ মই প্রতীক নিয়ে পেয়েছে ১’শ ৮৫ ভোট। ট্রেজারার শফিকুল ইসলাম সাজু আম প্রতীকে ২’শ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১’শ ৫ ভোট। ডিরেক্টর পদে যথাক্রমে দু’টি পদে জাহিদ রেজা স্বপন মানিক দোয়াত কলম প্রতীক নিয়ে ১’শ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কলস প্রতীকে রেভা রাণী বর্মন পেয়েছেন ১’শ ২৭ ভোট। অপর প্রার্থী শহিদুল্লাহ্ কাওছার লাবলু বই প্রতীক নিয়ে ১’শ ৪১ ভোট পেয়ে হয়েছেন নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল ইসলাম সরকার চশমা প্রতীকে পেয়েছেন ১’শ ১৯ ভোট। অপরদিকে একই পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাবলু মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ১’শ ৬ ভোট।