
নিজের ভবিষ্যত নিয়ে চেলসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন দিয়েগো কস্তা। মেসিডোনিয়ার বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচ শেষে এমন ইঙ্গিতই দিয়েছেন এই তারকা স্ট্রাইকার।
বিশ^কাপ বাছাইপর্বে গতকাল এ্যাওয়ে ম্যাচে মেসিডোনিয়াকে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ-জি’র শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ম্যাচে দ্বিতীয় গোলটি কলে দলের জয় নিশ্চিত করেছেন কস্তা। এই নিয়ে চলমান বাছাইপর্বে তিনি পাঁচটি গোল করলেন।
চলতি সপ্তাহে এক ক্ষুদে বার্তায় ম্যানেজার এন্টোনিও কন্টে কস্তাকে জানিয়েছেন স্ট্যামফোর্ড ব্রীজের সাথে তার আর ভবিষ্যত কোন সম্পর্ক নেই। এই তথ্য কস্তা নিজেই স্বীকার করেছেন। পরবর্তীতে সেই বার্তাটি ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছেও পাঠিয়ে দেয়া হয়েছে। ২৮ বছর বয়সী কস্তা আবারো তার পুরনো ক্লাব এ্যাথলেটিকো মাদ্রিদে ফিরে যাবার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ট্রান্সফার জনিত জটিলতায় তা আর হয়ে উঠেনি। যদিও ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তাকে নিতে আগ্রহ দেখিয়েছে। যদিও গুজব রয়েছে চাইনিজ সুপার লীগে তিনি খেলতে যাচ্ছেন। কিন্তু গত মাসে কস্তা জানিয়েছিলেন বিশ^কাপে খেলার স্বপ্ন নিয়ে তিনি বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন এবং এই মুহূর্তে চায়নায় যাবার কোন ইচ্ছা তার নেই।
এক প্রশ্নের জবাবে কস্তা বলেন, ‘আমি জানিনা, এখনো চেলসির সাথে আমার দুই বছরের চুক্তি রয়েছে। তাদের অবশ্যই আমাকে জানাতে হবে আমাকে নিয়ে তারা কি করতে চায়। ক্লাবের সিদ্ধান্তের জন্যই এখন আমি অপেক্ষায় আছি।