
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সংসদ সদস্য ডা. ইউনুস আলীকে দেখতে যান।
গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন, সেকশন অফিসার দেবাশিষ বৈরাগীসহ অন্যান্য চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ডা. ইউনুস আলী সরকারের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি উচ্চ রক্তচাপে অসুস্থ হয়ে পড়েন বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক । তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলেও আরো কয়েক দিন তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। এসময় তার চিকিৎসায় যাতে কোন রকম গাফিলতি না হয় সে বিষয়ে সদা সতর্ক থাকার জন্য চিকিৎসকগণকে পরামর্শ দেন ডেপুটি স্পিকার।
গত বুধবার সকালে সংসদ অধিবেশন চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডেপুটি স্পিকার নিজ তত্ত্বাবধানে ডা. ইউনুস আলীকে তার কার্যলয়ে নিয়ে আসেন এবং সংসদ সচিবালয়ের মেডিকেলের ডাক্তারগণ সেখানেই তার পরীক্ষা নীরিক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে শারিরীক অবস্থার আরো অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করাসূত্র- বাসস