গাইবান্ধা প্রতিনিধিঃ চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ, অব্যাহত লোডশেডিং বন্ধ, লংদুত পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার বিচারের দাবিতে শনিবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মাকর্সবাদী জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ, অব্যাহত লোডশেডিং বন্ধ, লংদুত পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার বিচারের দাবি ও গণবিরোধী বাজেট প্রত্যাখানের দাবি জানান। বক্তারা সেইসাথে জনজীবনের সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহবান জানান।