
চট্টগ্রামে ডিবি পুলিশ হেফাজতে আহমদ ছফা নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে- রিমান্ডে আহমদ ছফার মৃত্যু হয়েছে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) সালেহ মো.তানভীর বলেন, আহমদ ছফা ডায়াবেটিস ও যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। এ সব রোগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আহমদ ছফা সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন। নগরীর শেখ মুজিব রোডে ‘ছাপা মোটরস’ নামে তার একটি মোটর পার্টসের দোকান রয়েছে। তিনি সাতকানিয়ার রামপুর এলাকার পশ্চিম ঢেমশার মৃত এজাহার মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত ২৪ মে রাতে মহানগরীর চকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর আবুল ফয়েজ ও আহমদ ছফাসহ ছয় নেতাকর্মী আটক করে গোয়েন্দা পুলিশ।সূত্র- আরটিএনএন