
নিস্তেজ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দশম বারের মত ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল ঢাকা আবাহনী লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি শুরুর আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও ময়দানী লড়াইয়ে স্বাগতিক আবাহনীর সামনে টিকতেই পারেনি সফরকারী আবাহনী। একেবারেই পাড়া মহল্লার দল বানিয়ে চট্টগ্রামকে নাস্তানাবুদ করেছে ঢাকা আবাহনী।
কোনো উত্তেজনাই ছিল না ম্যাচে। এক তরফা আক্রমণ করে শিরোপা নিজেদের করে নিতে এতটুকু বেগ পেতে হয়নি ঢাকা আবাহনীকে। সফরকারীদের কোনো পাত্তাই দেয়নি চ্যাম্পিয়নরা। ৩-১ গোলে বিধ্বস্ত করে দশমবারের মতো ফেডারেশন কাপের শিরোপা নিজেদের করে নেয় দ্রাগো মামিচের শিষ্যরা।
ম্যাচের ৩৬তম মিনিটে টুর্নান্টে সেরা নাবিব নেওয়াজ জীবনের গোলে লিড পায় ঢাকা আবাহনী। ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া জাতীয় দলের ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে গড়ানো শটে বল জালে পাঠান (১-০)। দুই মিনিট পর জীবন আবারও প্রতিপক্ষে দুর্গে হানা দেন। এ ফরোয়ার্ডের কাটব্যাকে মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর শট অল্পের জন্য পোস্টের নিশানা মিস করে।
আলো স্বল্পতার কারনে খেলা কয়েক মিনিট বন্ধ থাকার পর প্রথমার্ধের যোগকরা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ইমন মাহমুদ। রায়হান হাসানের ট্রেডমার্ক লম্বা থ্রো-ইন চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। জাতীয় দলের এ মিডফিল্ডারের বাম পায়ের দুর্দান্ত ভলি চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক মোহাম্মদ নেহালকে প্রতিহত করার কোন সুযোগই দেয়নি (২-০)।
বিরতির পর, তৃতীয় মিনিটে বন্দর নগরীর ক্লাবটির ম্যাচে ফেরার পথ প্রায় বন্ধ করে দেন টুর্নামেন্টেও সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটন। বামদিক থেকে ওয়ালী ফয়সালের নিচু ক্রসে শেখ জামাল ক্লাবের সাবেক এ ফরোয়ার্ডের টোকায় স্কোরলাইন ৩-০ তে উন্নীত হয়।
এরপর ম্যাচে অপেক্ষাকৃত হাল্কা মেজাজে খেলতে থাকে স্বাগতিক দল। আর ওই সুযোগটি কাজে লাগিয়ে গোল পরিশোধের জন্য জোড়ালো প্রচেষ্টা চালায় চট্টগ্রাম। এতে পুরোপুরি সফল হতে না পারলেও পেনাল্টি থেকে সান্ত¦না সূচক একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় সফরকারীরা। ম্যাচের ৮০তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর একটি আক্রমণের সময় নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসনকে নিজেদের ডি বক্সের মধ্যে ফেলে দেন স্বাগতিক দলের ফরোয়ার্ড নেওয়াজ জীবন। ফলে বেজে ওঠে রেফারির বাঁশি। পেনাল্টি থেকে নিজেই গোল করেন এলিসন (৩-১)।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার এমপি।সূত্র- বাসস