গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন, পৌর বাসী আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করলে আগামী দিনে পৌর বাসীকে একটি আলোকিত মডেল পৌর সভা গঠনে সর্বাতœক ভাবে কাজ করে যাবেন বলে তিনি বাজেট বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেছেন।
বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পৌর সভা মিলনায়তনে সকাল ১১ ঘটিকায় ২০১৭-১৮ অর্থ বৎসরের ২৪, ৯৮, ৬৩, ৮৯৮ টাকার বাজেট ঘোষনা করেন পৌর সভার মেয়র আতাউর রহমান সরকার। উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পৌর সচিব আঃ রহিম প্রামানিক, গোবিন্দগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক পৌর কাউন্সিলর মারুফা বেগম, মাসুদ রানা বাপ্পি, জোবাইদুর রহমান বিশা, শাহিন আকন্দ, মোকলেছুর রহমান, রিমন তালুকদারসহ অন্যান্য পৌর কাউন্সিলরগণ। এবারের প্রস্তাবিত বাজেটে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে, ৩,৯০,৬৩,৮৯৮ টাকা আর নিজস্ব রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩,৮২,০২,৩৯৮ টাকা এবং প্রস্তাবিত উন্নয়ন আয় ২১,০৮,০০,০০০/- ব্যয় ২০,৯২,৫০,০০০/-টাকা। অর্থ বছরের মোট প্রস্তাবিত উন্নয়ন ও রাজস্ব ব্যয়- ২৪,৭৪,৫২,৩৯৮ টাকা।