গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মুকিতুর রহমান রাফি। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এবিএম কামরুল হুদা, উপজেলা ওলামালীগ সভাপতি ক্বারী হোসাইন আহাম্মেদ, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রানু মাষ্টার, নির্মান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক মোজাম, সাবেক সভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ছয়ফুল ইসলাম নফু, সহ-সভাপতি জফু সরদার সাংগঠনিক ফারুক, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, শ্রমিক নেতা সামছুল ইসলাম,বাবু মিস্ত্রী, আনোয়ার, দেলোয়ার ও মনোরঞ্জন প্রমুখ।