গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিল নার্সারীতে উৎপাদিত পোনা পর্যাবেক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের নুরুল্লা বিলপাড় আমবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. খে হারুনুর রশিদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উন্মুক্ত জলাশয় ও বিল নার্সারী প্রকল্প পরিচালক মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান প্রমুখ। এসময় অত্রালাকার মৎস্য চাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।