গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের কাটাখালী বালুয়াহাট যাত্রবাহী বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা আলী (৫৪) নামে এ্যাম্বুলেন্স ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় এ্যাম্বুলেন্সে থাকা আরো কয়েক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের াটাখালী বালুয়াহাট এলাকায় দিকে এ র্দূঘটনা ঘটে। নিহত এ্যাম্বুলেন্সের ড্রাইভার মোস্তফা আলী যশোরের জিগরগাছা উপজেলার মাওড়া বাজার গ্রামের কায়সার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়াগামী স্টারওয়ে পরিবহনের একটি নোকাল যাত্রীবাহী মিনিবাস (ঢাকা-মেট্রো-চ-৫১-৯৬৪৮) ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্সের (ঢাকা-মেট্রো-চ-৪৯২৬) বাম পাশ থেকে ঘুরে ডান পাশে যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সের ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয় এবং আরো কয়েকজন আহত হয়।