গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ-এর সার্বিক দিক-নিদের্শনা মোতাবেক ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রাপথে দুর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।
গোবিন্দগঞ্জ রংপুর-বগুড়া সড়কসহ আঞ্চলিক সড়ক সমূহ ছাড়াও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে শহরে যানজট মুক্ত রাখতে সিএনজি-অটোরিক্স ও রিক্সা উদ্বুদ্ধ করণ কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম ও ট্রাফিক সার্জেন্ট এনাম ছাড়াও ছাড়াও গোবিন্দগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।