গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে আজ বেলা ৩টায় এই ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আ র ম শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির কেন্দ্রিয় সভাপতি সৌরভ সাহা, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সনি প্রমূখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তার পূরণ করার আশ্বাস প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।