গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) আয়োজনে ‘তামাকের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিলের দাবীতে’ এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে এবছরের প্রতিপাদ্য “তামাক” উন্নয়নের অন্তরায় এ কথাটি সামনে রেখে ০১ জুন বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় গোবিন্দগঞ্জ পৌরসভা সংলগ্ন বটতলী মোড়ে উপজেলা তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার আয়োজনে ‘তামাকের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিলের দাবীতে’ এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, গোবিন্দগঞ্জ উপজেলা তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন এর ফোকাল পার্সন মো. আমিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ, পল্লী উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি মো. খায়রুল হাসান কোমল, সাংবাদিক, সহ গোবিন্দগঞ্জের সাধারন নাগরিক বৃন্দ। মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাননীয় অর্থমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।