গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভ’মিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার গোবিন্দগঞ্জ শাখা ভবনে মোঃ মতিয়ার রহমান এক্য্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোন এর সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম এ্যাসিস্টান ভাইস প্রেসিডেন্ট ও গোবিন্দগঞ্জ শাখা প্রধানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, মাওলানা এবাদুর রহমান অধ্যক্ষ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহক, সুধীজন, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যানে এক দোয়া অনুষ্ঠিত হয়।