গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মীসমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর শহরে মন্ডল শপিং কমপ্লেক্য্র ভবনে বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মাফিজুর রহমান মিঠুর সঞ্চালনায় উক্ত কর্মীসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয় সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন। অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উপজেলা শাখার সম্পাদক এম এ মতিন মোল্লা, উপজেলা কমিউনিষ্ট পাটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি শফিকুল ইসলাম লিটন, রাখালবুরুজ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আমিরুল ইসলাম, শিবপুর ইউনিয়ন সভাপতি আলতাফ হোসেন, কাটাবাড়ী ইউনিয়ন সভাপতি সাইদুল ইসলাম সাবু, শাখাহার ইউনিয়ন সভাপতি শ্রী জয়ন্তকুমার চঞ্চল, মহিমাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ কবির মন্ডল প্রমূখ। কর্মীসভা শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।