গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশুবাড়ীতে ছাত্র উন্নয়ন ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদিনের বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা শাহরিয়ার খসরু লাবলু। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশুবাড়ী উচ্চ বিদ্যারয়ের সহকারী প্রধান শিক্ষক মহির উদ্দিন, জাকিরুল ইসলাম, সাংবাদিক তাহেদুল ইসলাম, মোস্তফা কামাল সুমন, শামীম রেজা ডাফরুল প্রমূখ।
বিশুবাড়ীর ছাত্রদের সংগঠন ছাত্র উন্নয়ন ফোরাম এলাকার গরীব দুস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই সংগঠনের আয়োজনে প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন ফকুর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।