গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বার ভবনের সাথে জেলা জজ কোট ভবনের যাতায়াতের লক্ষ্যে বুধবার ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া। পরে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ফুট ওভার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. শহিদুল্লাহ, বিচারকবৃন্দ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব মোর্শেদ সোহেল এবং জেলা বারের সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছু, পিপি শফিকুল ইসলাম শফি, বার সহ-সাধারণ সম্পাদক অ্যাড. জি.এস.এম আলমগীর, আবু সুফিয়ান, সুলতান আলী মন্ডল, সিদ্দিকুল ইসলাম রিপু, আনিছুর রহমান, নিরঞ্জন কুমার ঘোষসহ জেলা বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।