গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বুধবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, ফটোগ্রাফি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিপলু কুমার মোদক, নাফির শাহরিয়ার, সাফিউল্লাহ সোহাগ, রাকিব হাসান রাব্বি, শাহরুক সাগর প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ ইফতার উপস্থিত ছিলেন। বক্তারা ফটোগ্রাফির উপর সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রেসক্লাব মিলনায়তনে ফটোগ্রাফির উপর ভিডিও প্রদর্শনী করা হয়।